পাকিস্তানে আপনি মহিষের চেয়ে কম দামে সিংহ কিনতে পারবেন!
সিংহ বনের রাজা। অথচ পাকিস্তানে কিনা পশুরাজের দাম নেই। এমনকী মহিষের চেয়েও সস্তায় কেনা যাবে প্রাণীটিকে!
অন্তত এমন দাবি করা যাচ্ছে লাহোর সাফারি জু'র কল্যাণে। স্থানীয় গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, চিড়িয়াখানাটির কর্তৃপক্ষ বন্দীদশায় জন্ম নেওয়া কয়েকটি আফ্রিকান সিংহ বেচতে চাইছে। প্রতিটির মূল্য ধরা হয়েছে মাত্র দেড় লাখ রুপি করে।
সে তুলনায়, পাকিস্তানে একটি মহিষের দাম সাড়ে ৩ লাখ থেকে ১০ লাখের মধ্যে।
লাহোরের চিড়িয়াখানাটি মোট ১২টি সিংহ বেচতে চায়- এরমধ্যে তিনটি সিংহী। তহবিল যোগাড় করতেই তারা এই উদ্যোগ নিয়েছে। তা ছাড়া বর্তমানে তাদের কাছে মোট ৪০টি সিংহ আছে।
সম্ভাব্য ক্রেতা হতে পারেন ধনী পাকিস্তানীরা– যারা বাড়িতেই সিংহ পুষতে চান।
লাহোর সাফারি জু প্রায় ১৪২ একর জমিতে বিস্তৃত। এখানে অনেক ধরনের বন্যপ্রাণি রয়েছে।
চিড়িয়াখানার কর্তৃপক্ষের বরাতে সামা টিভির প্রতিবেদন জানিয়েছে, এতগুলি সিংহ দেখাশোনা বেশ কঠিন ও ব্যয়সাধ্য হওয়ার কারণেই তারা কয়েকটি বিক্রি করছে।
অবশ্য এবারই প্রথম নয়, বরং নিয়মিতভাবেই অতিরিক্ত সিংহ বিক্রি করে আসছে তারা। গত বছর তারা ১৪টি সিংহ বিক্রি করেছে।
- সূত্র: ইকোনমিক টাইমস