ডেমোক্র্যাটদের বিরোধিতায় বাতিল ট্রাম্পের ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ
যুক্তরাষ্ট্রে গত রোববার নাগাদ ৫০ রাজ্যে ৩৩ হাজার ৪২০ জনের মাঝে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৪১৭ জন। বন্ধ রাখা হয়েছে ব্যবসা-বাণিজ্যের অনেক কেন্দ্র।
এই দুঃসময়ে অর্থনীতিকে সমর্থন দিতে তাই লাখ কোটি ডলারের বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে এজন্য প্রয়োজন ছিল মার্কিন আইনপ্রণেতাদের উচ্চকক্ষ সিনেট সদস্যদের অনুমোদন। কিন্তু বৈশ্বিক মহামারির এই সংকটকালে ঐতিহাসিক প্রণোদনার প্যাকেজটি সিনেট অধিবেশনে পাস না করার সিদ্ধান্ত নেন ডেমোক্র্যাট সিনেটররা। খবর বিজনেস ইনসাইডারের
প্রস্তাবিত প্রনোদনায় বড় ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের মালিক এবং মধ্যবিত্তের জন্য বিপুল সহায়তার কথা থাকলেও- নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর জন্য সহায়তা খুবই কম রাখা হয়েছে। এই অবস্থায় ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের উত্থাপিত বিলটির বিপক্ষে অবস্থান নেন।
তারা এই প্রস্তাবনার কাঠামোগত সংস্কার দাবি করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার প্রথম রিপাবলিকানরা সিনেটে বিলটি আলচনার জন্য উত্থাপন করে। এর আওতায় থাকা প্রণোদনা প্যাকেজের প্রকৃত অংক জানা যায়নি। তবে নিউইয়র্ক টাইমস বলছে এর আকার ১ লাখ ৮০ হাজার কোটি ডলারের কম নয়।
বিলটি পাশের মাধ্যমে মার্কিন শিল্প মালিক এবং ব্যবসাগুলোকে বিপুল পরিমাণ কর রেয়াত এবং বড় অংকের স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রস্তাব ছিল। একইসঙ্গে, জনগণকে নগদ অর্থ সহায়তা হিসেবে ২৫ হাজার কোটি ডলার দেওয়ার প্রস্তাব করা হয়।
তবে নগদ অর্থ দেওয়ার উদ্যোগে বৈষম্য নিয়ে প্রশ্ন উথেছে। মধ্যবিত্ত নাগরিক প্রতি যেখানে মাথাপিছু ১২ হাজার ডলার পাবেন ঠিক সেখানেই একজন দরিদ্র আমেরিকান পাবেন মাত্র ৬০০ ডলার। অথচ করোনার কারনে দরিদ্র এবং কর্মজীবী মানুষেরাই সবচেয়ে বেশি অনটনে পড়বেন।
এই অবস্থায় গত রোববার ডেমোক্র্যাট সিনেটররা প্যাকেজটি কর্মজীবী মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন।