আজ থেকে শুরু জাতীয় চারুকলা প্রদর্শনী
আজ সোমবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে ২৩তম জাতীয় চারুকলা প্রদর্শনী। জাতীয় চিত্রশালায় আয়োজিত এই প্রদর্শনীতে ৩১০ জন শিল্পীর ৩২২ টি শিল্পকর্ম স্থান পাচ্ছে।আজ থেকে শুরু হয়ে এবারের আসরটি ২১ জুলাই পর্যন্ত চলবে।
প্রদর্শনীর উদ্বোধন ছাড়াও আজ ৮টি পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ী শিল্পীদের হাতে। এর মধ্যে শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য ২ লাখ টাকার পাবেন একজন শিল্পী। এ ছাড়া চারটি বিভাগীয় চিত্রকলা, ভাস্কর্য, ছাপচিত্র, নিউ মিডিয়া সম্মানসূচক পুরস্কার প্রদান করা হবে, যার আর্থিক মূল্যমান এক লাখ টাকা। এ ছাড়া থাকবে ১ লাখ টাকা অর্থমূল্যের বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার, ২০ হাজার টাকা মূল্যমানের দীপা হক পুরস্কার ও ৫০ হাজার টাকার মূল্যের চিত্রশিল্পী কাজী আলোয়ার হোসেন পুরস্কার।
রোববার (৩০ জুলাই) বিকাল সাড়ে চারটায় জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৩তম জাতীয় চারুকলা প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
একাডেমির চারুকলা বিভাগের পরিচালক বলেন, ‘আমাদের যেসকল বরেণ্য শিল্পীরা আছেন, তাদের বেশিরভাগই কোন না কোন সময় জাতীয় এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তাই চারুশিল্পীদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি আয়োজন।’
জাতীয় চারুকলা প্রদর্শনীর দেশের চারুশিল্পের বৃহত্তম উৎসব। ১৯৭৪ সালে সমকালীন চিত্রকলা প্রদর্শনীর মধ্য দিয়ে শিল্পকলা একাডেমির চারুকলা বিষয়ক কর্মকাণ্ড শুরু হয়। এ কর্মকাণ্ডের সূত্র ধরে ১৯৭৫ সালে শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রথম জাতীয় চারুকলা প্রদর্শনীর যাত্রা শুরু। প্রতি দুই বছর পর পর শিল্পকলা একাডেমির উদ্যোগে এ প্রদর্শনী আয়োজিত হয়। এরই ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমির উদ্যোগে কাল শুরু হবে ২৩তম জাতীয় চারুকলা প্রদর্শনী।
এবারের প্রদর্শনীতে স্থান পাচ্ছে চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, কারুশিল্প , স্থাপনা ও ভিডিও আর্ট মাধ্যমের শিল্পকর্ম । এছাড়া ও আছে কৃৎকলা বা পারফরমেন্স আর্ট।