দেশে কোভিড টেস্টিং কিট তৈরি শুরু, ইউনিটপ্রতি দাম ২৫০ টাকা
সাশ্রয়ী মূল্যের করোনাভাইরাস শনাক্তকরণ কিট তৈরি করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।
এই প্রথম দেশীয় কোনো সংস্থা করোনাভাইরাস শনাক্ত করার আরটিপিসিআর কিট তৈরি করল।
এই টেস্টিং কিটের দাম পড়বে ২৫০ টাকা।
রোববার (৭ আগস্ট) বিসিএসআইআরের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিসিএসআইআরের পক্ষ থেকে বলা হয়, "বর্তমানে সরকার যে কিট ব্যবহার করছে তা ব্যয়বহুল। এক্ষেত্রে প্রতিটি করোনা পরীক্ষায় আনুমানিক ৩-৫ হাজার টাকা খরচ হয়। বাংলাদেশে এ পর্যন্ত প্রায় ১ কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৭৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই বিপুল সংখ্যক শনাক্তকরণ কিট সম্পূর্ণভাবে আমদানি করতে হয়েছে, দেশের অর্থনীতিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে এর ফলে"।
কিটটি ব্যবহার করে ৪-৫ ঘণ্টার মধ্যে শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা যাবে বলে জানিয়েছে বিসিএসআইআর।
ওষুধ প্রশাসন অধিদপ্তর ইতোমধ্যে কিট উৎপাদনের অনুমোদন দিয়েছে। এছাড়া বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) কিটটির জন্য নৈতিক ছাড়পত্র দিয়েছে।