টম হল্যান্ড কি পরবর্তী জেমস বন্ড হতে যাচ্ছেন?
স্পাইডার-ম্যান তারকা টম হল্যান্ড হতে পারেন পরবর্তী জেমস বন্ড। জেমস বন্ড হিসাবে টমের নাম অবশ্য খানিকটা অপ্রত্যাশিতই। এজেন্ট ০০৭-কে পর্দায় প্রবল পুরুষালি বৈশিষ্ট্য নিয়েই আবির্ভূত হতে দেখে আসছেন ভক্তরা।
তবে নতুন কানাঘুষা সত্যি হলে প্রযোজকরা এমন একজন অভিনেতা খুঁজছেন যার উচ্চতা হবে ৫ ফিট ১০ ইঞ্চির নিচে। এমনকি আগের বন্ডদের থেকে অপেক্ষাকৃত তরুণ মুখই চাইছেন তারা। আনুষ্ঠানিক ঘোষণা না মিললেও এসব বৈশিষ্ট্যের সঙ্গে সহজেই টম হল্যান্ডের মিল পাচ্ছেন সবাই।
অন্যদিকে ভক্তরা এই খবরে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ 'শিশুসুলভ' এই অভিনেতাকে বন্ড চরিত্রে নেওয়ার খবরে যেমন হতাশা প্রকাশ করেছেন, তেমনই অনেকে বলছেন এই চরিত্রের জন্য টমই হবেন সেরা। টম হল্যান্ড অভিনেতা হিসেবে দারুণ হলেও ০০৭ হতে অভিনয় দক্ষতার চেয়েও বেশি কিছু প্রয়োজন বলে মত দিয়েছেন অনেকে। আর তার জন্য টমের বয়স এখনও অনেক কম বলেও বলছেন তারা।
জেমস বন্ড নিশ্চিতভাবেই বিশ্বের অন্যতম জনপ্রিয় ফিল্ম ফ্র্যাঞ্চাইজি। নিজের আকর্ষণীয় চেহারা, প্রত্যুৎপন্নমতিত্ব ও দুঃসাহসিকতার জন্য সুপরিচিত জেমস বন্ড চরিত্রে সর্বশেষ পর্দায় ডেনিয়েল ক্রেইগকে দেখা গেছে। ২০০৬ সালে ক্যাসিনো রয়্যাল থেকে সর্বশেষ ২০২১ সালে নো টাইম টু ডাই সিনেমায় বন্ড চরিত্রে তাকে দেখা গেছে।
টম হল্যান্ড মূলত তার স্পাইডারম্যান হোমকামিং সিরিজের জন্য সুপরিচিত। অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্জাইজির ইনফিনিটি ওয়ারস (২০১৮) এবং এন্ডগেম (২০১৯)-এও দেখা গেছে তাকে।
এদিকে জানা যায় টম হল্যান্ড বেশ কিছু সময় ধরেই মানসিক জটিলতায় ভুগছেন। এ বিষয়ে তাকে খোলাখুলিই কথা বলতে শোনা গেছে। সম্প্রতি এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণাও দেন।
- সূত্র: ইকোনমিক টাইমস