দেশে ৫০ হাজার টন গম আমদানি করতে চায় সরকার
দেশে ৫০ হাজার টন গম আমদানির উদ্যোগ নিয়েছে সরকার । এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৬ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গম আমদানি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যবসায়ীদের প্রতি দরপত্র জমাদানের আহ্বান জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত দরপত্র জমা দিতে পারবেন ব্যবসায়ীরা।
এতে আরও বলা হয়েছে, চালানের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে এবং বাকি ৪০ শতাংশ মংলা বন্দর দিয়ে আমদানি করতে হবে।
সর্বশেষ এই দরপত্রটি ২০২২-২৩ অর্থবছরে দেশে গম আমদানির তৃতীয় দরপত্র।