খালেদা জিয়ার মুক্তি যেকোনো সময়: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যেই ছাড়া পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বুধবার দুপুরে এ কথা বলেন তিনি।
২৫ মাস পর মুক্তি পেতে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকা খালেদা জিয়া। মুক্তির পর তাকে তার গুলশানের বাসা ফিরোজায় নিয়ে যাওয়ার কথা।
বিএনপি চেয়ারপারসনের মুক্তির খবর পেয়ে সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভিড় জমিয়েছেন দলের নেতাকর্মীরা। ভিড় করেছেন তার গুলশানের বাসা ফিরোজায়ও।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন।
এর আগে, দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার মুক্তির আদেশ সই হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মুক্তি পাবেন তিনি।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর নির্দেশেই খালেদা জিয়ার ৬ মাসের মুক্তির জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।