জানুয়ারি-মে মাসে বাংলাদেশ থেকে ইইউ-র পোশাক আমদানি বেড়েছে ৪৪.৯৫%
বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পোশাক আমদানি ৪৪ দশমিক ৯৫ শতাংশ পর্যন্ত বেড়ে চলতি বছরের জানুয়ারি-মে মাসে ৯.৫৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ পোশাক আমদানি পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য।
ইউরোস্ট্যাটের মতে, এই সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বৈশ্বিক পোশাক আমদানি ২৪ দশমিক ৩৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
একই সময়ে চীন থেকে ইইউ-এর পোশাক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ১০.১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনকারী অন্যান্য দেশগুলো হলো কম্বোডিয়া (৩২ দশমিক ৬৮ শতাংশ), পাকিস্তান (২৯ দশমিক ২৮ শতাংশ), ইন্দোনেশিয়া (২৫ দশমিক ৩৬ শতাংশ), ভিয়েতনাম (২২ দশমিক ৩৪ শতাংশ) এবং মরক্কো (২০ দশমিক ০৫ শতাংশ)।
'আমদানি পরিসংখ্যান থেকে এখন পর্যন্ত ইইউ বাজারে বাংলাদেশের পোশাক ভালো অবস্থানে থাকার ইঙ্গিতই মিলে। কিন্তু সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে খুচরা বিক্রেতারা বিশ্ববাজারের ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হিমশিম খাচ্ছে,' বলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-র পরিচালক মহিউদ্দিন রুবেল।
তিনি বলেন, 'ইউরোপীয় অনেক ব্র্যান্ডের খুচরা বিক্রি কমায় তাদের ইনভেন্টরি স্টক বেড়েছে। এসমস্ত কারণ বিবেচনায় আগামী মাসগুলোতে ইউরোপীয় ইউনিয়নের বাজারে আমাদের রপ্তানি হ্রাস পেতে পারে'।