গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী নেই
দেশে বৈশ্বিক মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। নতুন কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। শনিবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে।
অনলাইন সংবাদ সম্মেলনে আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন কোনো রোগী শনাক্ত না হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৮ জনই। এদের মধ্যে আরও চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই নিয়ে মোট ১৫ জন রোগী সুস্থ হয়ে উঠলেন।
তিনি আরও জানান, রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ৭টি ও শেখ রাসেল হাসপাতালে ৮টি ভেন্টিলেটর বসানোর ব্যবস্থা করা হয়েছে। আজকের মধ্যেই ভেন্টিলেটরগুলো স্থাপন করা হবে।
এছাড়াও চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা দেওয়ার জন্য পিপিই বিতরণ করা হচ্ছে। দায়িত্ব পালনে তারা সতর্ক আছেন এবং পিপিইর কোনো সঙ্কট হবে না বলে নিশ্চিত করেন তিনি।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর-এ ৩৪৫০টি কল এসেছে। এর মধ্যে ৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
তিনি আরও বলেন, এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে একটি সমন্বিত কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৬৮টি। এছাড়া চট্টগ্রামে নমুনা সংগ্রহ করা হয়েছে মোট আটটি।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও বৈশ্বিক এই মহামারিতে দেশে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট পাঁচজন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সারা পৃথিবীতে করোনা ভাইরাসে এ পর্যন্ত প্রায় ৬ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৩৭০ জন।