বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা
আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। সুপার টুয়েলভের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। ম্যাচ দুটিতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নেবে। টুর্নামেন্ট শুরুর আগে অংশ নেওয়া দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। সব দলের প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি বৃহস্পতিবার ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি)।
১৭ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
সুপার টুয়েলভ নিশ্চিত করা দলগুলো ব্রিজবেনে ১৭ ও ১৯ অক্টোবর প্রস্তুতি ম্যাচগুলো খেলবে। আর প্রথম রাউন্ডে অংশ নিতে যাওয়া দলগুলো ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ও জাংশন ওভালে প্রস্তুতি ম্যাচ খেলবে।
১০ অক্টোবর তিনটি প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে। ম্যাচগুলোতে লড়বে ওয়েস্ট ইন্ডিজ-সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড-নেদারল্যান্ডস ও শ্রীলংকা-জিম্বাবুয়ে। ১৭ অক্টোবর শুরু হবে সুপার টুয়েলভের দলগুলোর প্রস্তুতি ম্যাচ। এদিন অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া-ভারত, নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড-পাকিস্তান এবং বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ম্যাচ।
১৬ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-নামিবিয়া এবং নেদারল্যান্ডস-সংযুক্ত আরব আমিরাত। ২২ অক্টোবর শুরু হবে সুপার টুয়েলভ। ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচ বাংলাদেশ লড়বে প্রথম রাউন্ডের 'এ' গ্রুপের দ্বিতীয় সেরা দলের বিপক্ষে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি :
১০ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ-সংযুক্ত আরব আমিরাত, জাংশন ওভাল
১০ অক্টোবর: স্কটল্যান্ড-নেদারল্যান্ডস, জাংশন ওভাল
১০ অক্টোবর: শ্রীলংকা-জিম্বাবুয়ে, এমসিজি
১১ অক্টোবর: নামিবিয়া-আয়ারল্যান্ড, এমসিজি
১২ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস, এমসিজি
১৩ অক্টোবর: জিম্বাবুয়ে-নামিবিয়া, জাংশন ওভাল
১৩ অক্টোবর: শ্রীলংকা-আয়ারল্যান্ড, জাংশন ওভাল
১৩ অক্টোবর: স্কটল্যান্ড -সংযুক্ত আরব আমিরাত, এমসিজি
১৭ অক্টোবর: অস্ট্রেলিয়া-ভারত, গ্যাবা
১৭ অক্টোবর: নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
১৭ অক্টোবর: ইংল্যান্ড-পাকিস্তান, গ্যাবা
১৭ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ, অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর: আফগানিস্তান-পাকিস্তান, গ্যাবা
১৯ অক্টেবার: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর: নিউজিল্যান্ড-ভারত, গ্যাবা