ঢাকা ছাড়ল হজের প্রথম ফ্লাইট
চলতি মৌসুমের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৭:১৫ টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিজি-৩০০১ নম্বর ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী শেখ মো: আবদুল্লাহ এসময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানান।
উদ্বোধনী এই ফ্লাইটসহ আজ মোট সাতটি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে সৈদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৬০০ হজযাত্রীর আজ ঢাকা ছাড়ার কথা রয়েছে।
আজ দ্বিতীয় ফ্লাইট বিজি-৩১০১ বেলা সোয়া ১১টায়, তৃতীয় ফ্লাইট বিজি-৩২০১ বিকাল সোয়া ৩টায় ও চতুর্থ ফ্লাইট বিজি-৩৩০১ সন্ধ্যা সোয়া ৭টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজে যাবেন। ৬৩ হাজার ৫৯৯ হজযাত্রীকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বাকিরা সৌদি এয়ারলাইনসে করে বাংলাদেশ থেকে যাত্রা করবেন।
এছাড়া, চট্টগ্রামে ১৯টি ও সিলেট থেকে ৩টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের জনসংযোগ বিভাগ জানায়, এবছর হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের ৪টি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত শিডিউল ফ্লাইটেও হজযাত্রীরা জেদ্দায় যাবেন। ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়ন সময় হবে প্রায় ৭ ঘণ্টা।