শাহবাগে চাকরির বয়স নিয়ে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনরত চাকরি প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ।
বর্তমানে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর।
আন্দোলনকারীদের দাবি, পুলিশের লাঠিপেটায় তাদের কয়েকজন আহত হয়েছে এবং ২ জনকে আটক করা হয়েছে।
একই সাথে বিক্ষোভের খবর সংগ্রহ করতে যাওয়া কয়েকজন সাংবাদিককেও পুলিশ হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে।
আন্দোলনকারীরা বলছেন, কোভিড-১৯ মহামারির কারণে অনেকের চাকরির বয়সসীমা পার হয়ে গেছে, এতে করে অনেকে সরকারি চাকরিতে আবেদন করতে পারছেন না, এ কারণে আন্দোলনে নামেন তারা।
"শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিপেটা করে আমাদের আহত করেছে", অভিযোগ করেন তারা।
এদিক, ঢাকা মহানগর পুলিশের রমনা ক্রাইম বিভাগের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করায় তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তবে, পুলিশের একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাংবাদিকদের হেনস্তা করেছেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।