৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরা নিষেধ
৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সব ধরনের ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে।
ইলিশ প্রজননের সুবিধার্থে সরকার আগামী ৭ অক্টোবর থেকে মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রির ওপর দেশব্যাপী ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সব ধরনের ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে।
প্রতি বছর ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের ডিমওয়ালা মাছ ধরা থেকে বিরত রাখতে এবং মাছের সংখ্যা বৃদ্ধি করতে সরকার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে থাকে।