টেনিস থেকে অবসরের ঘোষণা ফেদেরারের
অনেক দিন ধরে চোট লেগে আছে। প্রিয় টেনিস কোট টানলেও সেখানে পা মাড়ানো হচ্ছে না। বেশিরভাগ সময়ে কাটছে টেনিস কোর্টের বাইরেই। এ কারণেই যেন বিদায়ের ধ্বনিটা কানে শুনতে পাচ্ছিলেন রজার ফেদেরার। তাই কাল বিলম্ব না করে টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সুইজারল্যান্ডের এই কিংবদন্তি।
এ মাসের শেষ দিকে অনুষ্ঠেয় লেভার কাপ দিয়ে টেনিস ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়।
২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণায় ভিডিও বার্তায় ফেদেরার বলেন, 'অনেকেই যেমনটি জানেন, গত তিন বছর ধরে চোট, অস্ত্রোপচারের ধকল বইতে হচ্ছে আমাকে। প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থায় ফিরতে কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাকে। তবে নিজের শরীরের সামর্থ্য ও সীমা জানি এবং এটা যে বার্তা দিচ্ছে তাও পরিষ্কার।'
'৪১ বছর বয়স আমার। ২৪ বছরে ১৫০০-এর বেশি ম্যাচ খেলেছি। স্বপ্নেও ভাবিনি টেনিস আমাকে এভাবে সাদরে গ্রহণ করবে। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্যারিয়ার শেষ করার যে এখনই সময়, সেটাও মেনে নিতে হবে আমাকে। সামনের সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া লেভার কাপই আমার শেষ এটিপি টুর্নামেন্ট। ভবিষ্যতেও টেনিস খেলব, তবে তা গ্র্যান্ড স্লাম বা এটিপি ট্যুরে নয়।' যোগ করেন ফেদেরার।
গত দুই বছর ধরে চোটে বেশ ভুগতে হচ্ছে ফেদেরারকে। এই দুই বছরে তার হাঁটুতে তিনটি অস্ত্রোপচার করাতে হয়েছে। ২০২১ সালের উইম্বলডনের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচই খেলা হয়নি এই সুইজ তারকার। গত দুই বছরের ১১টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে মাত্র তিনটিতে অংশ নেন ফেদেরার।
কিশোর বয়সে পেশাদার টেনিস ক্যারিয়ার শুরু হয় ফেদেরারের। ১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে স্বপ্নের পথচলা শুরু করেন তিনি। স্বপ্ন ছুঁতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি দুর্বার গতিতে এগিয়ে যেতে থাকা ফেদেরারকে। পাঁচ বছর পরই তার হাতে ওঠে গ্র্যান্ড স্ল্যাম জয়ের শিরোপা। ২১ বছর বয়সে ২০০৩ সালের উইম্বলডনে রাজার মুকুট জেতেন তিনি।
এরপর শুরু হয় ফেদেরারের দাপট। ২০০৪ সাল থেকে ইউএস ওপেনে টানা পাঁচটি শিরোপা জেতেন সর্বকালের অন্যতম সেরা এই টেনিস খেলোয়াড়। বিশ্ব শাসনের শুরুর ২০০৪ সালেই প্রথমবার র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন ফেদেরার। গড়েন ৩১০ সপ্তাহ এক নম্বরে থাকার রেকর্ড। যদিও রেকর্ডটি আর দখলে নেই তার। গত বছরের ফেব্রুয়ারিতে ফেদেরারকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েন নোভাক জোকোভিচ।
দীর্ঘদিন টেনিস কোর্টে রাজত্ব করা ফেদেরারের দাপট ২০১২ সাল থেকে কমতে থাকে। ক্যারিয়ারের ২০ গ্র্যান্ড স্ল্যামের ১৭টি তিনি জিতেছেন ২০০৩ থেকে ২০১২ সালের মধ্যে। পরের ১০ বছরে তার হাতে উঠেছে তিনটি গ্র্যান্ড স্ল্যামের শিরোপা। ২০১৮ অস্ট্রেলিয়ান ওপেন ফেদেরারের সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম জয়। ২০টি গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি অলিম্পিকে স্তানিস্লাস ভাভরিঙ্কার সঙ্গে জুটি বেধে দ্বৈতে স্বর্ণ জিতেছেন ফেদেরার। অলিম্পিকে এককে তার সেরা সাফল্য রৌপ্য জয়।