পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার
পুলিশের ওপর হামলা ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর মিরপুর এলাকা থেকে বিএনপির অন্তত ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে আজ (১৮ সেপ্টেম্বর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান উপ-পরিদর্শক সজিব।
গত ১৫ সেপ্টেম্বর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন নেতা-কর্মীর মৃত্যুর প্রতিবাদে সমাবেশ করে বিএনপি।
সমাবেশে আওয়ামী লীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে বিএনপি জানায় বিএনপি। হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।