অর্ণব-সুনিধির রবীন্দ্রসঙ্গীত ‘বন্ধু রহো সাথে’
জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক অর্ণব। কলকাতার রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুনিধি নায়েকের সঙ্গে তার বিশেষ সম্পর্ক অনেকটাই 'ওপেন সিক্রেট'। এ কি প্রেম? নাকি শুধুই বন্ধুত্ব? ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে মুখ খুলতে নারাজ অর্ণব। তবে তাদের দুজনের সম্পর্কটি যে 'বিশেষ', সেই ইঙ্গিত বারবার রেখেছেন।
করোনায় যখন সবাই ঘরে বন্দি, অর্ণব এবার তার সঙ্গীতায়োজনে প্রকাশ করলেন রবীন্দ্রসঙ্গীত 'বন্ধু রহো সাথে'। কবিগুরুর এ গানে কণ্ঠ দিয়েছেন সুনিধি। গানটি শনিবার সুনিধির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
এ গানে বড় চমক, সানাইয়ের দারুণ ব্যবহার। রবীন্দ্রসঙ্গীতে এই বাদ্যযন্ত্রের ব্যবহার আগে কেউ করেছেন কি না, জানা নেই অর্ণবেরও। তবে বরাবরের মতোই সঙ্গীতায়োজনে দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।
ভৈরবী টপ্পা রাগের এ গানে সানাই বাজিয়েছেন হাসান হায়দার খান। ইউটিউবে প্রকাশিত ভিডিওর ভিজুয়ালে ব্যবহার করা হয়েছে চিত্রশিল্পী আনুষ্ক দত্তের চিত্রকর্ম।
সুনিধির সঙ্গে অর্ণবের পরিচয় শান্তিনিকেতনে অধ্যয়নের সূত্রেই। এরপর এ দুজনকে বাংলাদেশে ও ভারতে অনেকবারই একসঙ্গে দেখা গেছে। কয়েকটি অনুষ্ঠানেও একসঙ্গে গান করেছেন তারা।
এর আগে এ জুটি যৌথভাবে গেয়েছেন 'তবে থাক' নামে এক রোমান্টিক গান।