সাফজয়ী মেয়েদের বর্ণাঢ্য সংবর্ধনায় যা যা থাকছে
নেপাল থেকে দেশে ফেরার অপেক্ষায় সাফ চ্যাম্পিয়শিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকা এসে পৌঁছাবে সাবিনা খাতুনের দল। বাংলার অদম্য মেয়েদের বরণ করে নেওয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বর্ণাঢ্য অভ্যর্থনা পর্বে বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে শোভাযাত্রা করে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হবে দলকে। ছাদ খোলা বাসে উদযাপন বাংলাদেশে এবারই প্রথম হতে যাচ্ছে। থাকবে আরও কিছু আয়োজন।
নেপালকে ৩-২ গোলে হারিয়ে সাফের শিরোপা জেতা মেয়েদের বরণ করে নেওয়ার পরিকল্পনা জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বাফুফে। যেখানে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ পুরো পরিকল্পনা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও।
ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফে যৌথভাবে মেয়েদের বরণ করে নেওয়ার আয়োজন করছে। আবু নাঈম সোহাগ বলেন, 'আগামীকাল মেয়েদের সংবর্ধনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে হবে। কাল আমাদের দল ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে '
'সেখানে থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী, বাফুফে সভাপতি থাকবেন বাফুফে ভবনে। এ ছাড়া সচিব সাহেব বিমানবন্দরে থাকবেন, বাফুফের আমাদের সিনিয়র কর্মকর্তারাও থাকবেন। অবশ্যই আপনারাও থাকবেন। সেখানে আমাদের মেয়েদেরকে বরণ করে নিব আমরা।' যোগ করেন সোহাগ।
বিমানবন্দরে বরণ করে নেওয়ার বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক বলেন, 'আন্তঃমন্ত্রণালয় সভায় সিভিল এভিয়েশন ও এয়ারপোর্টের কর্মকর্তারা ছিলেন। আমাদের মেয়েরা ভিআইপি দিয়ে বের হবে। সেখানে আমরা ফুল দিয়ে বরণ করব তাদের, মিষ্টি মুখ করাব। সেখানে ছোট্ট একটা প্রেস ব্রিফিং হবে।'
ছাদ খোলা বাসে থাকবে মিউজিকের ব্যবস্থা: সাফজয়ী দলের অন্যতম সদস্য সানজিদা আক্তার ফাইনালের আগে বলেছিলেন, 'ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই।' সানজিদারা আশা না করলেও বাফুফে ছাদ খোলা বাস ব্যবস্থা করেছে। চ্যাম্পিয়ন স্টিকার সমৃদ্ধ বাসটিতে থাকবে সাউন্ড সিস্টেমও।
আবু নাঈম সোহাগ বলেন, 'আমাদের মন্ত্রী মহোদয় যেটা বলেছেন ছাদ খোলা বাসে করে মেয়েরা বাফুফে ভবনের দিকে রওয়ানা হবে। ইতোমধ্যে বাসের ব্র্যান্ডিংয়ের কাজ চলছে। বাসের মধ্যে আমরা সাউন্ড সিস্টেম রাখব, ফুটবল সম্পর্কিত বিষয়গুলো এতে প্রাধান্য পাবে। এভাবে তারা বাফুফে ভবনে আসবেন।'
বিমানবন্দর টু বাফুফে: চ্যাম্পিয়ন দলটিকে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে নিয়ে যাওয়ার জন্য প্রাথমিকভাবে একটি রুট ঠিক করেছে বাফুফে। বাংলাদেশ পুলিশের ট্র্যাফিক বিভাগের সঙ্গে আলাপ করে এটা ঠিক করা হয়েছে। রুটের বর্ণনা দিয়ে বাফুফের সাধারণ সম্পাদক বলেন, 'আসার সময় যে রুট ব্যবহার হবে সেটা জানাচ্ছি। আমরা ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেও চূড়ান্ত করব।'
'বিমানবন্দর থেকে কাকলী বনানী পার হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের সামনে দিয়ে বিজয় সরণী হয়ে হাতের বায়ে চলে যাব। আমরা এরপর তেজগাঁও হয়ে পুনরায় ফ্লাই ওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে আসব। কাকরাইল থেকে ফকিরাপুল-আরামবাগ তারপর মতিঝিল শাপলা চত্বর ঘুরে বাফুফে ভবনে পৌঁছাব।' বলেন সোহাগ।
বিমানবন্দরে সংবাদ সম্মেলন করা হলেও বাফুফে ভবনে আরেকটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে। বাফুফে ভবনে দলকে বরণ করে নেবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আবু নাঈম সোহাগ বলেন, 'বাফুফে ভবনে মেয়েদেরকে ফুলের তোড়া দিয়ে সভাপতি মহোদয় বরণ করে নেবেন। তারপর এখানে রিফ্রেশমেন্ট থাকবে, ফটোসেশন থাকবে। এবং আপনাদের সামনে আরেক দফায় তারা কথা বলবেন। আপাতত কালকের পরিকল্পনা এইটুকু। পরে হয়তো আমরা আরও বড় আয়োজনে তাদের সংবর্ধনা দিব।'