ছাদখোলা বাসে চেপে রাজধানীতে সাফ চ্যাম্পিয়ন মেয়েদের ট্রফি প্যারেড
দেশে ফিরেছে সাফ উইম্যান্স চ্যাম্পিয়নশিপ ট্রফি বিজয়ী বাংলাদেশের নারী ফুটবল টিম। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১.৪০ মিনিটে তাদের বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাদের স্বাগত জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বিমানবন্দরের লাউঞ্জে মিডিয়া লাউঞ্চে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে শেষে ছাদখোলা বাসে চেপে রাজধানীতে ট্রফি প্যারেড শুরু করেছে বাংলার বাঘিনীরা।
বিমানবন্দর থেকে কাকলী বনানী হয়ে জাহাঙ্গীর গেটের সামনে দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে এই শোভাযাত্রা। এসময় বিজয় সড়নী হয়ে বামে বাঁক নেবে নারী দলকে বহনকারী বাসটি।
এরপর তেজগাঁও ফ্লাইওভার হয়ে কাকরাইল যাবে। সেখান থেকে ফকিরাপুল-আরামবাগ হয়ে মতিঝিলে শাপলা চত্বরের বাফুফে ভবনে গিয়ে শেষ হবে ট্রফি প্যারেড।
শোভাযাত্রার সঙ্গে সঙ্গে থাকছে ব্যান্ডবাদকদের গাড়ি। ছাদখোলা বাসটিতেও মিউজিক সিস্টেম বসানো হয়েছে। পুরো আয়োজনটির নিরাপত্তা নিশ্চিত করছে সঙ্গে থাকা পুলিশ বাহিনীর সদস্যরা।