সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে থাকা নিয়ে সবাইকে ইতিবাচক হতে বললেন সাবিনা
ছাদখোলা বাসে চার ঘণ্টার ট্রফি প্যারেড শেষে বাফুফে ভবনে গিয়ে পৌঁছায় সাফজয়ী নারী দল। কিছুক্ষণ পর শুরু হয় সংবাদ সম্মেলন। শুরুতে চেয়ারে বসেই কথা বলেন অধিনায়ক সাবিনা খাতুন ও কোচ গোলাম রব্বানী ছোটন। কিন্তু একটা পর্যায়ে পেছনে গিয়ে দাঁড়ানো বাংলাদেশ নারী দলের এ দুজন গুরুত্বপূর্ণ সদস্য আর বসেননি। সংবাদ সম্মেলনের বেশিরভাগ সময় পেছনে দাঁড়িয়ে থাকেন তারা। ফেসবুকে এই ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকে তুমুল সমালোচনা হচ্ছে। তবে সাবিনার অনুরোধ, সবাই যেন এটা নিয়ে ইতিবাচক থাকেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। সংবাদ সম্মেলনে নিজের বসে কথা বলার একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, তাদের জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত মাটি না করে সবাই যেন ইতিবাচক থাকেন। সবার কাছে এটা তার অনুরোধ।
পোস্টটিতে সাবিনা লিখেছেন, 'এটাকে নেতিবাচকভাবে না নেওয়ার জন্য আমার বিনীত অনুরোধ। দয়া করে আমাদের জীবনের সবচেয়ে সুখী দিনটিকে নেতিবাচক দৃষ্টিতে দেখিয়ে নষ্ট করবেন না! চলুন ইতিবাচক থেকে উপভোগ করুন! আমি শুধু বলতে চাই, আমরা তোমাকে ভালোবাসি!'
সাড়ে আটটার পরে ট্রফি হাতে কয়েকজন সতীর্থকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন সাবিনা। কোচ ছোটন ছাড়াও উপস্থিত হন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সহ-সভাপতি আতাউর রহমান মানিক ভূঁইয়া ও বাফুফের উইমেন উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
সংবাদ সম্মেলনের প্রাথমিক পর্বে বসে কথা বলেন সাবিনা। বাফুফে সভাপতির পাশে বসা সাবিনার পরে ছোটনকে কথা বলতে বলা হলে তাকে মাঝে নিয়ে বসানো হয়। কোচকে জায়গা দিতে গিয়ে সাবিনা যে পেছনে দাঁড়ান, আর বসা হয়নি তার। ছোটনের কথা বলার কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে হাজির হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তাকে জায়গা দিতে উঠে যান গোলাম রব্বানী ছোটন। ততোক্ষণে আগে বসা তার চেয়ারটি আর খালি ছিল না।
সাবিনা ও বাকি ফুটবলারদের সঙ্গে ছোটনও পেছনে দাঁড়ান। বাফুফে কর্তাদের বক্তৃতা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এরপর পুরোটা সময় পেছনে দাঁড়িয়ে থাকেন সাবিনা ও ছোটন। পেছনে দাঁড়িয়ে স্ট্যান্ড মাইক্রোফোন হাতে এক প্রশ্নের উত্তর দিতে গেলে ক্রীড়া প্রতিমন্ত্রী ছোটনকে বসতে বললেও হয়তো অস্বস্তিতে তিনি বসেননি।
কারণ তিনি বসলে ক্রীড়ামন্ত্রীকে হয়তো দাঁড়িয়ে থাকতে হতো কিংবা অন্য কাউকে চেয়ার ছাড়তে হতো, বলাই বাহুল্য সেখানে ফাঁকা কোনো চেয়ার ছিল না। সংবাদ সম্মেলনের পরের অংশে চেয়ারে বসা ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, কাজী সালাউদ্দিন, সালাম মুর্শেদী, আতাউর রহমান মানিক ভূঁইয়া, মাহফুজা আক্তার কিরণসহ আরও দুজন।
অনেকেই সামনে বসা আর পেচনে দাঁড়িয়ে সাফ জয়ের দুই নায়ক সাবিনা ও ছোটন। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। অনেকেই এটাকে লজ্জাজনক ঘটনা বলেছেন, কেউ কেউ কাঠগড়ায় তুলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে। কারণ আগের দিনই তিনি বলেছিলেন, মেয়েদের ওপর থেকে যেন প্রাদপ্রদীপের আলো না সরে যায়, এ কারণে তিনি বিমানন্দরে যাবেন না। তিনি যাননি ঠিকই, কিন্তু সংবাদ সম্মেলনে সেই নায়কদেরই পেছনে দাঁড় করিয়ে সামনে বসে থেকেছেন তিনি।