ট্রফি ভেঙে ফেলা বান্দরবানের সেই ইউএনওকে ঢাকায় বদলি
বান্দরবানের আলীকদমে ফুটবল টুর্নামেন্টের ট্রফি ভেঙে ফেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে ঢাকায় বদলি করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) তাকে ইউএনও পদে ঢাকায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। সেখান থেকে কোনো একটি উপজেলায় তাকে পদায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে, ইউএনও হিসেবে নিযুক্ত মেহরুবা ইসলামকে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে।
এর আগে, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ইউএনও মেহরুবা ইসলামকে আলীকদম উপজেলায় এক আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি করা হয়। খেলাটি ড্র-এর মাধ্যমে শেষ হলে উভয় দলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
পরে ট্রাই ব্রেকার করে বিজয়ী দলের নাম ঘোষণা করা হয়, কিন্তু প্রতিপক্ষ সেই ফলাফল প্রত্যাখ্যান করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিষয়টি নিষ্পত্তি করতে ব্যর্থ হয়ে ইউএনও মেহরুবা ক্ষোভে ট্রফি ভেঙে ফেলেন।
সেই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ইউএনও'র এমন আচরণে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে।