করোনা নিয়ে মমতা ব্যানার্জির দ্বিতীয় কবিতা
করোনা আতঙ্ক নিয়ে আবারও কলম ধরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লিখলেন তার দ্বিতীয় কবিতা।
সোমবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেরিফাইড ফেসবুক পেজে 'কোভিড ১৯' শিরোনামের ওই নতুন কবিতা পোস্ট করা হয়। করোনা সঙ্কট নিয়ে এটি তার দ্বিতীয় কবিতা। প্রথম কবিতাটিতে ফেসবুকে যতটা সাড়া ফেলেছিল এটি তারচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে।
কবিতাটি তিনি শুরু করেছেন এভাবে, ''বস্তাপচা ময়লায় ঢেকে গেছে পৃথিবীটা / মানুষ, মানুষ থেকে দূরে। / ছোঁয়া যাবে না— স্নেহের পরশকে।''
নোভেল করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব কতটা আতঙ্কিত, তারই প্রতিফলন মমতার এই কবিতায়।
করোনা নিয়ে তার লেখা প্রথম কবিতার নাম ছিল 'করোনা'। গত ১৯ মার্চ ফেসবুকে কবিতাটি পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।