জাতীয় গ্রিডে বিপর্যয়: বিদ্যুৎবিচ্ছিন্ন ঢাকা, সিলেট, চট্টগ্রাম
জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি স্থানে মঙ্গলবার (৪ অক্টোবর) বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাউসার আমীর আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দেশের মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
"জাতীয় গ্রিডের অপারেশনাল বডি, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সাথে আমরা বিষয়টি সমাধানে সমন্বয় করছি।"
এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র বজিউজ্জামান সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, 'জাতীয় সঞ্চালন লাইনে ত্রুটির কারণে পুরো বিভাগে বিদ্যুৎ নেই। দেশের ৫ বিভাগই বিদ্যুৎহীন। সব বিদ্যুৎকেন্দ্রেও উৎপাদন বন্ধ। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা বলা যাচ্ছে না। তবে সময় লাগবে।'
সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, দুপুর ২টা ২ মিনিটে আন্ডার ফ্রিকোয়েন্সির কারণে ব্ল্যাক-আউট হয়েছে। এ কারণে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বিদ্যুৎ নেই। বিদ্যুতের এই পরিস্থিতি স্বাভাবিক করা যথেষ্ট সময়সাপেক্ষ। বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন জাতীয় গ্রিড ও পাওয়ার প্লান্টের কর্মীরা।
তবে বিদ্যুৎ বিভ্রাটের সঠিক কারণ সম্পর্কে এখনো কেউ নিশ্চিত করতে পারেনি।
এর আগে ২০১৪ সালের ১ নভেম্বর বেলা ১১টা ২৭ মিনিটে সারা দেশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। টানা ১২ ঘণ্টা পুরো দেশে বিদ্যুৎ ছিল না।