জেনারেটর দিয়ে আইসিইউ, অপারেশন থিয়েটারসহ সব কার্যক্রম চালাচ্ছে হাসপাতালগুলো
জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দুপুর ২টার একটু পর থেকে বিদ্যুৎ নেই ঢাকাসহ দেশের বড় একটি অংশে। বিদ্যুৎ না থাকায় ঢাকার হাসপাতালগুলো জেনারেটর দিয়ে আইসিইউ, সিসিইউ, অপারেশন থিয়েটারসহ হাসপাতালের কার্যক্রম চালাচ্ছে।
তবে আরো দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকলে হাসপাতালের কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালকেরা।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমাদের হাসপাতালে তিনটি জেনেরেটর আছে। আপাতত জেনেরেটার দিয়ে হাসপাতালের কার্যক্রম চলছে।
'এখনও হাসপাতালের নিয়মিত অপারেশন চলছে। তবে দীর্ঘক্ষণ কারেন্ট না থাকলে অপারেশনসহ হাসপাতালের সব কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে। কারণ বিদ্যুৎ না থাকায় পেট্রোল পাম্পগুলো ডিজেল দিতে পারছে না।'
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউ চলছে জেনারেটর দিয়ে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বিএসএমএমইউ-এর আইসিইউএর দায়িত্বরত চিকিৎসক ডা. একেএম হাবীবুল্লাহ বলেন, 'এখন পর্যন্ত বিদ্যুৎ না থাকায় আইসিইউতে কোনো সমস্যা হচ্ছে না। তবে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকলে কী হবে এখনও বোঝা যাচ্ছে না।'
দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও জেনারেটর দিয়ে কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
তিনি বলেন, 'আমাদের হাসপাতালে জেনারেটরের পর্যাপ্ত ব্যবস্থা আছে। তাই হাসপাতালের কার্যক্রম চালাতে সমস্যা হচ্ছে না।'
বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দেওয়ায় দেশের মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকেই ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।