সন্ধ্যা ৭টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি চালু হতে পারে: প্রতিমন্ত্রী
আজ (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে বলে ইউএনবিকে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বিকাল ৫টায় বঙ্গভবন ও গণভবনসহ রাজধানীর কয়েকটি এলাকায় ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
তিনি বলেন, 'আমরা ইতিমধ্যে বঙ্গভবন ও গণভবন এবং মিরপুর ও অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ ফের চালু করেছি।'
প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ সংস্থার কর্মকর্তারা সারা দেশে বিদ্যুৎ ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করছেন।
নসরুল হামিদ জানান, ঢাকার বাইরে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, 'তবে ঢাকা শহরের জন্য আমি স্থিরভাবে কাজ করার নির্দেশ দিয়েছি যাতে আর কোনো বিঘ্ন না ঘটে।'
নসরুল হামিদ আরও বলেন, 'তারা তাড়াহুড়ো করলে তা আরও বিঘ্ন ঘটাতে পারে।'