বাংলাদেশের ছাগল ‘উপহার’ পাচ্ছেন ব্রুনাইয়ের সুলতান
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াকে 'উপহার' হিসেবে বিশেষ জাতের বাংলাদেশি ছাগল 'ব্ল্যাক ব্যঙ্গল' উপহার দেবে।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোমেন বলেন, বাংলাদেশ সুলতানের জন্য মেনুতে মাটন (খাসির মাংস) দিয়ে তৈরি কাচ্চি বিরিয়ানি রেখেছে, যা তিনি 'অনেক পছন্দ করেন'।
মোমেন বলেন, 'আমাদের দেশের গোট (ছাগল), বেঙ্গল গোট উনার খুব পছন্দ। আমরা উনার সাথে যাওয়ার সময় কিছু বেঙ্গল গোট জীবিতভাবে দিয়ে দেব। আসার পর থেকেই ওনাদেরকে আমাদের গোটের কাচ্চি বিরিয়ানি খাওয়াচ্ছি।'
মোমেন হেসে সুলতানকে দেয়া ছাগলের সঙ্গে একজন শেফ দিয়ে দেয়ার সম্ভাব্য পরিকল্পনার কথাও জানান।
একজন কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন, আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সুলতানের প্রথম রাষ্ট্রীয় সফর শেষ হলেও তিনি আগামীকাল সকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।
একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে এই সফরকে 'অত্যন্ত সফল' বলে মনে করছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন সোমবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুলতানকে বিদায় জানানোর কথা রয়েছে।