বান্দরবানের রুমা-রোয়াংছড়িতে অনির্দিষ্টকালের জন্য পর্যটক প্রবেশ নিষিদ্ধ
বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।
পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
আজ (১৮ অক্টোবর) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
সোমবার রাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ খবর নিশ্চিত করে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন শিবলী বলেন, "ট্যুরিস্ট গাইডদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে এ দুই উপজেলায় বেড়াতে আসা পর্যটকরা মঙ্গলবারের মধ্যে ফিরতে পারে।"
যারা বগালেকের মতো জায়গায় অবস্থান করছেন এবং কেওক্রাডং পাহাড়ে ওঠার পরিকল্পনা করছেন তাদের ভ্রমণ বাতিল করতে হবে উল্লেখ করে তিনি বলেন, "নতুন করে কেউ এই জোনে প্রবেশ করতে পারবে না।"
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী বলেন, "কোন পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বলা যাচ্ছে না।"
সম্প্রতি ঢাকায় এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, দেশের কয়েকটি জেলা থেকে 'নিখোঁজ' যুবকরা পাহাড়ে একটি সশস্ত্র দলের ছত্রছায়ায় সামরিক প্রশিক্ষণ নিচ্ছে।
এরপর থেকে রুমা ও রোয়াংছড়ি সীমান্তবর্তী দুর্গম এলাকায় র্যাব ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে।