হ্যালোইনে বিশ্বজুড়ে চাহিদার শীর্ষে 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' কস্টিউম!
কয়েক বছর আগেও হ্যালোইন উৎসবে জনি ডেপের বিখ্যাত চরিত্র 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো'র আদলে নিজেকে সাজানো ছিল ব্যাপক জনপ্রিয়। জ্যাক স্প্যারো, উইলি ওংকা, এডওয়ার্ড সিজর হ্যান্ডস, দ্য ম্যাড হ্যাটার এমনকি 'লোন রেঞ্জার'র টোন্টো চরিত্রের কস্টিউমও ছিল চাহিদার শীর্ষে। কিন্তু চলতি বছরে আলোচিত ডেপ-হার্ড মামলায় 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকার জয়ের পর শুধুই 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর'র জয়জয়কার!
আসছে ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হবে হ্যালোইন উৎসব, তারই প্রস্তুতি চলছে জোরেশোরে। আর হ্যালোইনের মূল আকর্ষণ যে পোশাকে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এবারের হ্যালোইনে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজে জনি ডেপ অভিনীত চরিত্রটির কস্টিউম। মেক্সিকার বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যে ইতোমধ্যেই দুজন 'ছদ্মবেশী জনি ডেপ' এর দেখা পাওয়া গেছে। এছাড়া মেক্সিকোর গুয়াদালাজারা শহরেও ডেপরূপী আরেক ছদ্মবেশী্কে দেখা গেছে!
এদিকে যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারেও দেখা মিলেছে একাধিক জনি ডেপরূপী ছদ্মবেশীর। অন্যদিকে, ব্রাজিলে জনি ডেপ সেজে জনৈক নারীর কাছ থেকে ৪০,০০০ ডলার হাতিয়ে নিয়েছে আরেক ছদ্মবেশী! আর এই 'জনি ডেপ পাগলামি' সহসা দূর হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না!
টিএমজেড সূত্রে জানা যায়, হ্যালোইন উপলক্ষে 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো'র কস্টিউম বিক্রির মাধ্যমে বেচাকেনা ফুলেফেঁপে উঠেছে দোকানগুলোতে। যুক্তরাষ্ট্রের দোকানগুলোতে এই কস্টিউমের বিক্রি আগের বছরের তুলনায় গড়পড়তা ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আনা মানহানি মামলায় জয়লাভের পর থেকে খ্যাতি ও জনপ্রিয়তার শিখরে পৌছেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। খুব শীঘ্রই বড় পর্দায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন এই তারকা।
সূত্র: মার্কা