ইউক্রেনের ট্যাংক থামাতে প্রায় ২ কিমি দুর্গ তৈরি করল রাশিয়ার ওয়াগনার গ্রুপ
ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত হার্স্ক শহরের উপকণ্ঠে প্রায় দুই কিলোমিটার দুর্গ নির্মাণ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
সিমেন্টের তৈরি দুই সারি পিরামিড দিয়ে এ দুর্গ বানানো হয়েছে। সিএনএন জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীর ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান ঠেকাতেই এমন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।
এই ট্যাংকবিরোধী সীমানার পেছনে বড় একটি পরিখাও খনন করা হয়েছে।
স্যাটেলাইটে ধরা পড়া ছবির তথ্যমতে, দুই ধাপে পরিখাটি খনন করা হয়েছে। প্রথম ভাগটি সেপ্টেম্বরের ২৫ তারিখ থেকে এবং দ্বিতীয় অংশটি ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে খোঁড়া হয়।
রাশিয়ার স্থানীয় গণমাধ্যমে এ দুর্গসীমাকে 'ওয়াগনার লাইন' হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ওয়াগনার গ্রুপ রাশিয়ার কুখ্যাত মার্সেনারি বাহিনী।
১.৬ কিলোমিটার দৈর্ঘ্যের এ দুর্গ ইউক্রেনের সম্মুখ আক্রমণ সামাল দেওয়ায় সহায়তা করতে পারলেও চাইলেই ইউক্রেনীয় বাহিনী এটিকে পাশ কাটিয়ে এগোতে পারবে।
তবে রাশিয়ার একটি ট্যাবলয়েড পত্রিকার খবরে বলা হয়েছে, এ সীমানা আরও দীর্ঘ করে ২১৭ কিলোমিটার পর্যন্ত নির্মাণ করবে ওয়াগনার গ্রুপ।
ওয়াগনার গ্রুপের পরিখা খনন করে নিজেদের অবস্থান শক্ত করার ঘটনা এ প্রথম নয়। এর আগে ২০২১ সালে লিবিয়াতেও এরকম পরিখা খনন করার কৌশল অবলম্বন করেছিল বাহিনীটি।
সে সময় লিবিয়ার মরুভূমিতে ভূমি থেকে আক্রমণ ঠেকাতে ৭০ কিলোমিটারের বেশি পরিখা খনন করে তারা।