চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে ফ্লাইট চালু
আজ দুপুর ১২টা থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে, ঘূর্ণিঝড় সিত্রাং-এর কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে সোমবার (২৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সিএএবি।
সিএএবি সোমবার (২৪ অক্টোবর) বিকেলে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বিমানবন্দরের কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে তিনটি বিমানবন্দরের এপ্রোন এলাকা থেকে হালকা যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়।
এয়ারলাইন্সগুলোকেও তাদের সরঞ্জামগুলি সুরক্ষিত রাখতে বলা হয়েছিল যাতে ঝড়ে কোনো সরঞ্জাম ক্ষতিগ্রস্ত না হয়।