২২ কোটি টাকার জিন থেরাপির ইনজেকশন বিনামূল্যে পেল শিশু রায়হান
বাংলাদেশে প্রথমবারের মতো দুরারোগ্য স্নায়ুরোগ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি (এসএমএ) রোগের চিকিৎসায় ব্যবহৃত হলো জিন থেরাপি, ২২ কোটি টাকা দামের এ ওষুধের ইনজেকশন বিনামূল্যে দেওয়া হয়েছে ২২ মাসের শিশু রায়হানকে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসা চলছে রায়হানের। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় তাকে থেরাপির ইনজেকশন দেওয়া হয় বলে এদিন এক সংবাদ সম্মেলনে জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ ।
এসএমএ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তবে হাসপাতালের চিকিৎসকদের আন্তরিক চেষ্টা ও ভাগ্যের জোরে বৈশ্বিক একটি প্রকল্পের অধীনে বিনামূল্যে ওষুধটি পেয়েছে রায়হান।
স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি একটি বিরল ও জটিল স্নায়ুতন্ত্রের জন্মগত রোগ, যা জেনেটিক কারণে হয়ে থাকে। এ রোগে আক্রান্ত হলে সাধারণত শিশুর ঘাড় শক্ত হয় না, বসতে পারে না। তবে কথা বলতে পারে, যোগাযোগ করতে পারে- কারণ বুদ্ধি স্বাভাবিক থাকে। তবে শরীরের নড়াচড়া কম থাকে, ঘন ঘন শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্টের কারণে শ্বাসের জন্য যে মাংসপেশি, তা দুর্বল হয়ে যায় এবং এক পর্যায়ে মারা যায় এ রোগীরা।
প্রতিবছর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের আউটডোরে এসএমএ আক্রান্ত অন্তত ৩০ জন রোগী আসে। এর বাইরে শিশু হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেলেও এ রোগে আক্রান্ত শিশুরা সেবা নেয়।
সেসব রোগীর তুলনায় মানিকগঞ্জের শিশু রায়হান কিছুটা ভাগ্যবান। বহুজাতিক ঔষধ কোম্পানি নোভার্টিসের একটি বৈশ্বিক সিএসআর ক্যাম্পেইনের লটারিতে অংশ নিয়ে ২২ কোটি টাকার ওষুধ বিনামূল্যে পেল। জিন থেরাপির পর রায়হান সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বলে প্রত্যাশা চিকিৎসকদের।