প্রথমবার প্রযোজনায় অপু বিশ্বাস
চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন, চলচ্চিত্রটির নাম লাল শাড়ি।
তার প্রযোজনা সংস্থা 'অপু-জয় প্রোডাকশন' নির্মাণ করবে 'লাল শাড়ি' নামের সিনেমাটি। পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।
আগামী ২ নভেম্বর টাঙ্গাইলের লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে। সরকারি অনুদানে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন অপু বিশ্বাস।
সিনেমাটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস।
এ প্রসঙ্গে তিনি টিবিএস-কে বলেন, 'আসলে প্রযোজনার পরিকল্পনাটি আমার অনেক আগের। নানা কারনেই এটি শুরু করতে পারছিলান না। যদি সিনেমাটির কাজ সফলভাবে শেষ করতে পারি তাহলে এই অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যতে নিজস্ব অর্থায়নেই প্রযোজনা করার ইচ্ছা আছে।'
সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, সাইমন সাদিক, দোয়েলসহ অনেকে।