করোনা মোকাবিলায় ম্যারাডোনার ‘ছাড়’
একটি করে দিন যাচ্ছে আর ভয়াবহতা বাড়ছে। করোনাভাইরাসের প্রকোপে স্থবির হয়ে পড়ছে গোটা বিশ্ব। সব জায়গার মতো এর প্রভাব পড়েছে খেলার মাঠেও। বৈশ্বিক প্রায় সব ধরনের খেলাই বন্ধ হয়ে গেছে। বিরাণভূমি হয়ে পড়ে আছে স্টেডিয়াম। ঘরে বসেই সময় কাটাতে হচ্ছে সবাইকে। এমন অবস্থায় করোনা যুদ্ধে শামিল হলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা।
করোনা মোকাবেলায় নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বিশ্বের সব খেলার তারকা খেলোয়াড়। এর পাশাপাশি সবারই একটি বার্তা, 'ঘরে থাকুন, নিরাপদে থাকুন।' ঘরে থাকতে গিয়ে ব্যবসায় শুরু হয়েছে টানাপোড়েন। অন্যান্য প্রতিষ্ঠানের মতো ফুটবল ক্লাবগুলোও আর্থিক অনিশ্চয়তায় পড়ে গেছে।
খেলা নেই, আয়ও নেই। এমন অবস্থায় বিশ্বের নামিদামি ক্লাবগুলোও খেলোয়াড়দের বেতন কমানোর কথা বলছে। করোনায় সৃষ্ঠ এই কঠিন অবস্থা বিবেচনা করে নিজের ক্লাব হিমনাসিয়াওয়ের পাশে দাঁড়াচ্ছেন প্রধান কোচের দায়িত্বে থাকা ম্যারাডোনা। নিজে থেকেই কম বেতন নেওয়ার জন্য ক্লাব কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যারাডোনার এই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন হিমনাসিয়াওয়ের সভাপতি গ্যাব্রিয়েল পেলেগ্রিনো। তিনি বলেছেন, 'তার সহকারীর মাধ্যমে আমরা এ বিষয়ে প্রস্তাব পেয়েছি। ম্যারাডোনা বলেছে যদি তাকে কম বেতন নিয়ে হয়, সেটা করতে রাজি আছে সে।'
আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ম্যারাডোনা মনে করেন, এই মুহূর্তে বেতন না পেলেও অনেক ফুটবলার সেটা মেনে নেবেন। তিনি বলেন, 'এমন খেলোয়াড় আছে, যাদের বেতন দিতে হবে না। এটা সত্যি আর আমরা সবাই এটা জানি। আবার অনেকে আছে যারা ফ্রিতে খেলে না। এমনকি এক মাসের জন্যও না। ক্লাবের উচিত তাদের বেতন দেওয়া।'
সঙ্কটময় এই অবস্থায় অন্য কোচদের সাহায্য করতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। গত বছরের সেপ্টেম্বরে আর্জেন্টিনার ক্লাব হিমনাসিয়াও ডি লা প্লাতার কোচের দায়িত্ব নেন ম্যারাডোনা। ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ হবে আগামী আগস্টে।