কুলাউড়া রেল দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী (পূর্বাঞ্চল) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে গঠিত এই তদন্ত কমিটি আগামি ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে
মৌলভীবাজারের কুলাউড়ায় রেল দুর্ঘটনায় তদন্ত করতে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং অন্তত ২০০ জন আহত হয়েছেন।
রেলওয়ে সচিব মোফাজ্জেল হোসেন সোমবার(২৪ জুন) জানান, রেলওয়ে (পূর্বাঞ্চল) প্রধান যন্ত্র প্রকৌশলী মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে গঠিত এই তদন্ত কমিটি আগামি ৩ দিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।
সোমবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন রেলওয়ে সচিব।
রবিবার (২৩ জুন) রাতে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস বড়ছড়া খালের উপর এক কাল্ভার্ট থেকে ছিটকে পড়ে। এতে রাজধানীর সঙ্গে দেশের একাংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।