সৌম্য-সাকিবকে হারিয়ে বিপাকে বাংলাদেশ
পরপর দুই বলে সৌম্য এবং অধিনায়ক সাকিবের উইকেটের পতন আবারও ব্যাকফুটে ঠেলে দিয়েছে টাইগারদের।
অ্যাডিলেড ওভালে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার শান্ত এবং লিটন। কিন্তু টিকে থাকতে পারলেন না বেশিক্ষণ!
মাত্র ১০ রান করে শাহিন আফ্রিদির বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান লিটন। এরপর ৫২ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান শান্ত এবং সৌম্য।
এই দুজনের পারফরমেন্সে ভক্তরা যখন আশার আলো দেখতে শুরু করেছেন, ঠিক তখনই পরপর দুই বলে সৌম্য এবং অধিনায়ক সাকিবের উইকেটের পতন আবারও ব্যাকফুটে ঠেলে দিয়েছে টাইগারদের।