বাংলাদেশে রাজনৈতিক সহিংতায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ
সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় বহু মানুষ হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিসিএবি) আয়োজিত "ডিসিএবি টক" শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, "গত কয়েক মাসে মানুষ আহত ও নিহত হয়েছে। সুতরাং, এটি স্পষ্টতই আমাদের জন্য উদ্বেগের বিষয়।"
লুইস বলেন, কীভাবে নিরাপদ উপায়ে কার্যক্রম চালানো যায়, সে বিষয়ে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছেন।
"মানুষের জীবন রক্ষার চেষ্টায় আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথা বলছি," যোগ করেন তিনি।
তিনি বলেন, বিক্ষোভ ও সমাবেশ গণতন্ত্রের অংশ; এবং সবার উচিত এর প্রতি সম্মান দেখানো।
গুইন লুইস বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া তার বা জাতিসংঘের কাজ নয়। তিনি বলেন, "এটি আমাদের সিদ্ধান্ত নয়, সরকারের সিদ্ধান্ত।"
"যদি তারা সহায়তা না চায় বা যদি আমি নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদ থেকে কোনো নির্দিষ্ট অনুরোধ বা নির্দেশনা না পাই, তাহলে কোনো দেশের নির্বাচনে সংশ্লিষ্ট হওয়ার ব্যাপারে জাতিসংঘের কোনো ম্যান্ডেট বা নিয়ম নেই," বলেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিসিএবি সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।