বান্দরবানে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা: আলীকদমে প্রত্যাহার, ৩ উপজেলায় বৃদ্ধি
বান্দরবানের চার উপজেলায় অস্থায়ীভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল প্রশাসন। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) আলীকদম উপজেলাকে এ নিষেধাজ্ঞা থেকে প্রত্যাহার করা হয়েছে।
তবে বাকি তিন উপজেলা রোয়াংছড়ি, রুমা, ও থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আরও চার দিন বাড়িয়ে ১২ নভেম্বর পর্যন্ত করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার জেলা প্রশাসক ইয়াছমীন পারভিন তিবরীজি স্বাক্ষরিত সরকারি বিভিন্ন দপ্তরে পাঠানো গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় পার্বত্য জেলাটির রোয়াংছড়ি, রুমা, ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার আলীকদম উপজেলার ইউএনও মেহরুবা ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এখন থেকে আলীকদম উপজেলায় পর্যটকেরা নিরাপদে ভ্রমণ করতে পারবেন।
নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে জেলা প্রশাসন বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি, ও আলীকদম উপজেলায় ভ্রমণ নিষিদ্ধ করে।
সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে এসব স্থানে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।