বিশ্বকাপে মেসির ফেভারিট ব্রাজিল, নেই আর্জেন্টিনা!
কাতার বিশ্বকাপের আর মাত্র ৪ দিন বাকি। তবে আলোচনা থেমে নেই ফুটবল বিশ্বে, কে জিতবে এবারের বিশ্বকাপ সেটি নিয়ে জল্পনা কল্পনারও শেষ নেই। অনেকের মতে ৩৬ বছরের খরা ঘুচিয়ে বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ আর্জেন্টিনার সামনে। তবে খোদ আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিই তার দলকে রাখছেন না ফেভারিটের তালিকায়।
মেসির মতে এবারের কাতার বিশ্বকাপের ফেভারিট ব্রাজিল, বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স এবং ১৯৬৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। নিজের দেশ আর্জেন্টিনাকে ফেভারিটের তালিকায় না রাখলেও ফুটবলে যে কোনো কিছু ঘটতে পারে বলেও মনে করেন লিওনেল মেসি।
সাবেক সতীর্থ এজিকিয়েল লাভেজ্জির সাথে কথোপকথনে মেসি বলেন, ""আমার মনে হয় এবারের বিশ্বকাপের ফেভারিট ব্রাজিল। সাথে ফ্রান্স এবং ইংল্যান্ডের কথাও বলব। আমরা গত দুই বছরে দারুণ খেলেছি, তবে ইউরোপের দলগুলোর সাথে খুব বেশি খেলি নি। আমার মনে হয় ইউরোপের দলগুলো এই মূহুর্তে কিছুটা হলেও এগিয়ে আছে।"
কাতার বিশ্বকাপে ব্রাজিল যাচ্ছে ২০ বছরের ট্রফি খরা ঘোচাতে, আর্জেন্টিনার অপেক্ষাটা আরো দীর্ঘ, ৩৬ বছরের। মেসির ফেভারিটের তালিকায় থাকা আরেক দল ইংল্যান্ড নিজেদের একমাত্র বিশ্বকাপ জিতেছে ৫৬ বছর আগে! আর আরেক ফেভারিট ফ্রান্স তো বর্তমান চ্যাম্পিয়নই।
ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড কে ফেভারিটের তালিকায় রাখলেও নিজের দল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না মেসি, "আমরা ফেভারিট না হলেও জেতার জন্যই কাতারে এসেছি। ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে। আমরাও আত্মবিশ্বাসী নিজেদের সেরাটা দেয়ার জন্য।"
মেসি এবং আর্জেন্টিনা নিজেদের সেরাটা দিতে পারলে যে ৩৬ বছরের অপেক্ষা কাতারেই শেষ হচ্ছে, সেটি আশা করাই যায়।