বড়শিতে ধরা পড়ল বিশ্বের অন্যতম বড় গোল্ডফিশ
নদীজলের দেশ বাংলাদেশে বড় মাছের সুখ্যাতি চিরকাল বাঙালির পাতে। শুধু ভোজন নয়, মাছ শিকারও এক অদম্য নেশা। এই নেশা যার, একমাত্র তিনিই জানেন- অসীম ধৈর্য আর অভিজ্ঞতার জোরেই কালেভদ্রে মেলে রেকর্ড ওজনের মাছ। স্থান নির্বাচন আর ভাগ্যের জোরও থাকা চাই। তবে অনেক কাঠখড় পোড়ানো সাফল্যের পর তার আনন্দও অতুলনীয়। খবর বিবিসির
সম্প্রতি এই আনন্দেই ভাসলেন এক ব্রিটিশ নাগরিক অ্যান্ডি হ্যাকেট। ফ্রান্সে ছুটি কাটাতে গিয়ে সেখানকার এক লেক থেকে ধরেছেন রেকর্ড আকৃতির এক গোল্ডফিশ। এটিকে বিশ্বের সবচেয়ে বড় গোল্ডফিশ বলে ধারণা করা হচ্ছে।
মাছটির নাম ক্যারোট। ২০ বছর আগে এটিকে স্থানীয় নীলজলের লেকে ছাড়া হয়। তখন থেকেই গায়েগতরে বেড়ে এমন পর্বতপ্রমাণ হয়েছে যে, মাছটিকে বড়শির ফাঁদে কাবু করার পর দুই হাতে জলের বাইরে আনতে রীতিমতো কসরত করতে হয় হ্যাকেটকে।
হ্যাকেটের মতে, কই কার্প ও লেদার কার্পের সংকর প্রজাতি মাছটি। বড়শির টোপ গেলার পর তাকে কাবু করতে ২৫ মিনিটের যুদ্ধ চলে জলের মহারথীর সাথে। আগে অনেকেই ক্যারোটকে ধরার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কিন্তু, তাকে বশ মানালেন হ্যাকেট।
'মাছটি ধরার পর সবাই বলছিল- এটি রাখতে অনেক বড় পাত্র লাগবে। তারপর সবাই ভাবতে বসলো- এটিকে মাপার মতো ওজনযন্ত্র কোথায় পাওয়া যাবে!' সেই মুহূর্তের উত্তেজনা বর্ণনা করে বলেন তিনি।
শেষপর্যন্ত দূর হয়েছে সেই ভাবনা। ওজন করে দেখা গেছে, জলসুন্দরীর ওজন ৩০ কেজি।
এর আগে,২০১৯ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় একটি গোল্ডফিশ শিকার করেন জেসন ফুগেট, সেটির চেয়ে ক্যারোটের ওজন ৩০ পাউন্ড বেশি।
তবে লোভীর মতো ক্যারোটের জীবননাশ করে তাকে উপাদেয় ভোজ্যের রূপ দেননি হ্যাকেট। বরং যুদ্ধে পরাজিত সৈনিককে ফিরিয়ে দেন তার জলজ আশ্রয়ে। এবারের ঘটনা থেকে ক্যারোট যদি শিক্ষা না নেয়– তাহলে আগামীতে হয়তো আবার কোনো মাছশিকারির শিকার হবে সে। সেবার তার ভাগ্য এতটা সহায় নাও হতে পারে।
অ্যাকুরিয়ামের পোষ্য গোল্ডফিশগুলি সাধারণত হয় ছোট আকৃতির। কিন্তু, কার্প পরিবারের এই মাছ প্রাকৃতিক পরিবেশে পেল্লাই সাইজের হতে পারে।
হ্যাকেট জানান, ফ্রান্সের প্রায়ই বেড়াতে আসেন তিনি। লেকের পাড়ে বেড়ানোর সময় জলের নিচে দেখেছেন ক্যারোটকে। মাছটিকে এর উজ্জ্বল কমলা রঙ ও বিপুল আকৃতির কারণে সহজেই অন্যদের থেকে আলাদা করে চেনা যায়। আকৃতি অনুমান করেই, ক্যারোটকে ধরার চ্যালেঞ্জটা নেন তিনি।