গোলবন্যায় রেকর্ড গড়া জয় স্পেনের
যে হারে অঘটন ঘটছে কাতার বিশ্বকাপে তাতে নিজেদের প্রথম ম্যাচের আগে বাড়তি সতর্কই থাকার কথা স্পেনের। তাদের ম্যাচের আগেই জার্মানিকে হারিয়ে চমক দেখিয়েছে জাপান। স্পেনের প্রতিপক্ষ কোস্টারিকারও বিশ্বকাপে অঘটন ঘটানোর নজিরও আছে। সেসব হিসাব মাথায় রেখেই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল স্পেন। কিন্তু এতসবকিছুর থোড়াই কেয়ার করল লুইস এনরিকের দল। কোস্টারিকাকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্পেন।
সার্জিও রামোস এবং ডেভিড ডি গিয়াকে না নিয়ে বিশ্বকাপে আসা স্পেনের সম্ভাবনা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। কিন্তু সেই সন্দেহের কফিনে প্রথম ম্যাচেই পেরেক ঠুকে দিয়েছে লা রোজারা। বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় জয় পেয়েছে স্পেন।
কোস্টারিকার বিপক্ষে খেলতে নামার আগে দলের নাম্বার নাইন নিয়ে চিন্তায় ছিলেন লুইস এনরিকে, কিন্তু যে হারে গোল করল তার দল, তাতে স্ট্রাইকার ছাড়াই খেলতে এসে ভুল করেছেন বলে মনে হবে না তার। ৬ জন ভিন্ন স্কোরার মিলে ৭-০ ব্যবধানের জয় এনে দিলেন স্পেনকে।
ম্যাচের পুরো ৯০ মিনিট কোস্টারিকার সঙ্গে ছেলেখেলা করেছে স্পেন। প্রথমার্ধে ৩ টি এবং দ্বিতীয়ার্ধে ৪ টি গোল করে তারা। ম্যাচের প্রথম মিনিট থেকেই নিজেদের সবথেকে বড় শক্তি বল দখলে রেখে খেলতে থাকে স্পেন। মাত্র ১১ মিনিটেই দানি ওলমোর গোলে শুরু হয় গোলবন্যার। এরপর মার্কো এসেনসিও এবং ফেরান তোরেসের পেনাল্টি গোলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লুইস এনরিকের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধেও খেলার কৌশলে কোনো পরিবর্তন আনেননি এনরিকে। একই তালে খেলে কোস্টারিকাকে হাবুডুবু খাওয়াতে থাকেন পেদ্রি-বুস্কেটস-গাভিরা। দ্বিতীয়ার্ধে নিজের ২য় এবং দলের ৪র্থ গোল করেন ফেরান তোরেস। ৭৪ মিনিটে ১৮ বছর বয়সী মিডফিল্ডার গাভি দুর্দান্ত ফিনিশে স্কোরশীটে নিজের নাম তোলেন।
ম্যাচের শেষদিকে পরপর দুই গোল করে বিশ্বকাপে স্পেনের সবথেকে বড় জয় নিশ্চিত করেন সোলার এবং মোরাতা। বিশ্বকাপে এটি কোস্টারিকার সবথেকে বড় হার।
ম্যাচের সব পরিসংখ্যানেই আধিপত্য স্পেনের। ৮২% সময় বল নিজেদের দখলে রেখে ১০৪৩ টি পাস খেলেছে লা রোজারা, গোলমুখে ১৭ টি প্রচেষ্টা ছিল স্পেনের, বিপরীতে কোস্টারিকা একটি শটও নিতে পারেনি স্পেনের গোল লক্ষ্য করে। ২০১০ বিশ্বকাপের পর এটিই কোনো দলের সবথেকে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।
এই জয়ের ফলে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে লুইস এনরিকের দলের। নিজেদের পরবর্তী ম্যাচে ধুঁকতে থাকা জার্মানির মুখোমুখি হবে উড়ন্ত ফর্মে থাকা স্প্যানিশরা। অন্যদিকে কোস্টারিকার প্রতিপক্ষ জার্মানিকে হারিয়ে চমক দেখানো এশিয়ান পরাশক্তি জাপান।