গোল করে কাঁদলেন লেভানডোভস্কি
ক্লাব ক্যারিয়ারে গোল করেছেন ৫৫৮ টি, জাতীয় দলের হয়ে আছে ৭৭ গোল, কিন্তু আজ সৌদি আরবের বিপক্ষে গোল করে যেভাবে নিজের আবেগ উথলে দিলেন তাতে মনে হচ্ছিল এটিই তার ক্যারিয়ারের সবথেকে কাঙ্খিত গোল ছিল। কারণ এটিই যে বিশ্বকাপে রবার্ট লেভানডোভস্কির করা প্রথম গোল!
সৌদি আরবের বিপক্ষে করা গোলটি ছিল পোল্যান্ডের হয়ে লেভানডোভস্কির ৭৭ তম। জাতীয় দলের হয়ে গোলের সংখ্যায় ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেললেন তিনি।
মেসি-রোনালদোর পর এই প্রজন্মের সেরা গোল স্কোরার হিসেবে অনেকেই লেভানডোভস্কিকে উপরের দিকেই রাখেন। ক্যারিয়ারে ক্লাব এবং জাতীয় দলের হয় ৬০০ এরও বেশী গোল করা পোলিশ স্ট্রাইকারের কিনা বিশ্বকাপেই কোনো গোল ছিল না!
এর আগের ৭৬ গোলের একটিও ছিল না বিশ্বকাপে। ৮২ মিনিটে সৌদির জালে বল পাঠানোর পর কান্নাভেজা চোখে উদযাপন করেন লেভানডোভস্কি।
২-০ গোলে জিতে পোল্যান্ড এখন 'সি' গ্রুপের শীর্ষে।