এমবাপ্পে জাদুতে সবার আগে নক-আউট পর্বে ফ্রান্স
ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের নক-আউট পর্বে উত্তীর্ণ হল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সাহায্যে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোম্যাচ লো নিশ্চিত করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এই ম্যাচ জিতলেই শেষ ষোলো নিশ্চিত হত ফ্রান্সের। কাতারের স্টেডিয়াম ৯৭৪ এ ডেনমার্কের বিপক্ষে জিতে প্রথম দল হিসেবে নক-আউট পর্বে উঠে গেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
গ্রুপ 'ডি'তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স এবং ডেনমার্ক। ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ভালো ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি কেউই। তবে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের হাতেই।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দল প্রথমার্ধের মতোই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথম গোলের দেখা পায় ফ্রান্সই, ৬১ মিনিটে কাতার বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।
কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা, ৬৮ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে মাথা ছোঁয়ান অ্যান্ডারসেন, সেটি ক্রিস্টেনসেনের সামনে পড়লে জালে পাঠাতে ভুল করেননি তিনি।
ম্যাচ যখন ১-১ সমতায় শেষের দিকে এগোচ্ছিল তখনই আবারও জাদু দেখান এমবাপ্পে। গ্রিজমানে করা ক্রসে পায়ের উপরের অংশ ঠেকিয়ে বল ডেনমার্কের জালে ঠেলে দেন তিনি। ৮৫ মিনিটে তার করা এই গোলেই আবারও এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচ শেষ হয় ফ্রান্সের পক্ষে ২-১ ব্যবধানে।
এই দুই গোলের মাধ্যমে এনার ভালেন্সিয়ার সঙ্গে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে এক নাম্বারে উঠে এলেন কিলিয়ান এমবাপ্পে। কাতার বিশ্বকাপে দুজনই এখন পর্যন্ত ৩ টি করে গোল করেছেন।
ম্যাচে ফ্রান্সের আধিপত্য স্পষ্টই ছিল। বিশ্বচ্যাম্পিয়নরা গোল করার প্রচেষ্টা নিয়েছে ২১ বার, বিপরীতে ডেনমার্কের শট ছিল ১০ টি।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তিউনিশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স, নক-আউট পর্বে যাওয়ার জন্য অষ্ট্রেলিয়ার বিপক্ষে ডেনমার্কের জয় ছাড়া কোনো উপায় নেই।