আজকের জার্মানি-কোস্টারিকা ম্যাচে ইতিহাস গড়বেন তিন নারী রেফারি
পুরুষদের ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করতে চলেছেন কোনো নারী রেফারি। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কাতারের আল বাইত স্টেডিয়ামে 'গ্রুপ-ই' পর্বে জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপা, খবর বিবিসির।
বৃহস্পতিবারের ম্যাচে স্টেফানির সহযোগী রেফারিরাও নারী। ৩৮ বছর বয়সী স্টেফানির সঙ্গে এইদিন সহকারী রেফারি হিসেবে থাকবেন ব্রাজিলের ক্যারেন দিয়াজ ও মেক্সিকোর নেওজা ব্যাক।
নারী রেফারি টিমকে সহযোগিতা করার জন্য ভিডিও রিভিউ টিমে চতুর্থ নারী অফিশিয়ালের নামও ঘোষণা করেছে ফিফা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) ফিফা জানায়, ভিডিও রুমে থাকবেন আমেরিকার ক্যাথরিন নেসবিট।
কাতারে পুরুষদের ম্যাচ পরিচালনার আগে স্টেফানিকে ঘিরে লিঙ্গসাম্যের বিষয়টি আবারও উঠে এসেছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে স্টেফানি বলেন, ''আপনি কোন লিঙ্গের মানুষ, সেটি গুরুত্বপূর্ণ নয়; বরং আপনি কতটা দক্ষ, সেটিই বিবেচ্য।''
তিনি বলেন, ''আমি নারীবাদীদের মুখপাত্র নই। তবে আশা করি, ফিফার এই পদক্ষেপে কিছুটা হলেও লিঙ্গসাম্যের ক্ষেত্রে অগ্রগতি আসবে।''
সব ঠিক থাকলে পুরুষদের বিশ্বকাপে প্রথমবারের মতো নারী রেফারি হিসেবে ইতিহাস গড়বেন ফ্রান্সের স্টেফানি। যদিও পুরুষদের প্রতিযোগিতায় এর আগেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
নিজের দেশে ফরাসি 'লিগ ১' থেকে ইউরোপের অন্য দেশেও পুরুষদের ম্যাচ তিনি পরিচালনা করেছেন। এর মাধ্যমে পুরুষদের ফুটবল ম্যাচ পরিচালনাকারী প্রথম নারী হয়েছিলেন তিনি। এবার ইতিহাস গড়তে চলেছেন বিশ্বকাপের মঞ্চে।
এছাড়া, ২০১৯ সালের আগস্টে পুরুষদের উয়েফা সুপার কাপ, তার পরের বছর ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স লিগ এবং ২০২২ সালের মে মাসে ফ্রেঞ্চ কাপ ফাইনাল— এসব ম্যাচে প্রথম নারী রেফারি হিসেবে নজির গড়েছেন স্টেফানি।
বিশ্বকাপ শুরুর আগেই ফিফার রেফারি কমিটির প্রধান কলিনা এবারের বিশ্বকাপে নারী রেফারি থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন। কলিনা বলেন, "পুরুষ বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে নারী রেফারি থাকার বিষয়টি নতুন এক সংযোজন। কর্তৃপক্ষ হিসেবে আমাদের কাছে তাদের সবচেয়ে বড় পরিচয় তারা ম্যাচ অফিসিয়াল। আমি তাদেরকে এই বার্তাটিই দিয়েছি। তারা ম্যাচ পরিচালনার এ দায়িত্ব পাচ্ছেন নারী হিসেবে নয়; বরং ফিফা অফিসিয়ালের একজন সদস্য হিসেবে। তাদের নিয়োগের মধ্যে দিয়ে এটা প্রমাণিত হলো যে, আমাদের টুর্নামেন্টে জেন্ডার নয় বরং যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হয়।"
স্টেফানি ছাড়াও চলতি বিশ্বকাপের জন্য ৩৬ জন রেফারির তালিকায় রোয়ান্ডার সালিমা মাকানসাঙ্গা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতার নামও রয়েছে। বিশ্বকাপের রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে স্টেফানি বলেন, "নারী রেফারি হিসেবে আমরা পূর্বের তুলনায় এখন যথাযথ সম্মান পাচ্ছি। কিন্তু আমি একটা ধারণা সবসময় পোষণ করি যে, নারীদের সবসময় নিজেদের অর্জনের মাধ্যমে বিবেচনা করতে, জেন্ডারের মাধ্যমে নয়।"
সূত্র: ডয়চে ভেলে