বিস্ফোরণ ক্ষমতাহীন মিসাইল ছুঁড়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্ষিপ্ত করে দিচ্ছে রাশিয়া
ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ইউক্রেনে রাশিয়ার নিক্ষিপ্ত পারমাণবিক হামলায় সক্ষম মিসাইলের বিধ্বস্ত অংশ উদ্ধার করেছে। এসব মিসাইলের ওয়ারহেডগুলো বিস্ফোরণ ক্ষমতাবিহীন ছিল। খবর রয়টার্স-এর।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন ইউক্রেন সেনাবাহিনী। তাদের দাবি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দিশেহারা করতে এমন বিস্ফোরকহীন মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া।
দেশটির সশস্ত্রবাহিনীর একজন প্রতিনিধি মিকোলা ড্যানিলিউক জানান, গত ৩১ অক্টোবর লিভিভ ও কেমেলনিত্সকি শহরে পাওয়া ওই বিধ্বস্ত অংশগুলো কেএইচ-৫৫ ক্রুজ মিসাইলের।
১৯৭০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন কৌশলগত লক্ষ্যবস্তুর ওপর হামলার জন্য কেএইচ-৫৫ মিসাইল নকশা করে। এটি মূলত পারমাণবিক হামলা করার জন্যই তৈরি করা হয়েছে।
ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষানিরীক্ষার পর ওই ভাঙা টুকরাগুলো থেকে তেজস্ক্রিয়তার অস্বাভাবিক মাত্রা পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে রয়টার্স রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ড্যানিলিউক জানান, মিসাইলগুলোতে অবিস্ফোরক ওয়ারহেড ছিল। থার্মো-নিউক্লিয়ার গাইডেড বিস্ফোরকের বদলে এই অবিস্ফোরক পদার্থ ওয়ারহেডে ব্যবহার করা হয়েছে।
তিনি আরও বলেন, অক্টোবরের ৩১ তারিখের আগে কখনো ইউক্রেনে কেএইচ-৫৫ মিসাইল ব্যবহার করেনি রাশিয়া।
তবে পর্যাপ্ত বিস্ফোরক না থাকলেও গতিশক্তি ও জ্বালানির কারণে মিসাইলগুলো ঝুঁকিপূর্ণ হিসেবেই বিবেচনা করছেন ড্যানিলিউক।
'আমরা এটা বলতে পারি, এ ধরনের মিসাইল নিক্ষেপ করে রাশিয়া ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মনোযোগ বিক্ষিপ্ত করতে চাইছে। অন্যদিকে নিয়মিত ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর রকেট হামলা করছে রাশিয়া,' ড্যানিলিউক বলেন।