ব্রাজিলকে হারিয়ে ক্যামেরুনের ইতিহাস
প্রথম দুই ম্যাচ দিয়েই শেষ ষোলো নিশ্চিত হয়ে গিয়েছিল, তাড়া ছিল না ব্রাজিলের। তাই প্রথম একাদশের অনেককে ছাড়াই ক্যামেরুনের বিপক্ষে খেলতে নামে রেকর্ড পাঁচবারের চ্যাস্পিয়নরা। আগের একাদশের মাত্র দুজনকে নিয়ে খেলতে নামে তিতের দল। ম্যাচে দাপটও দেখায় তারা। কিন্তু শেষ মুহূর্তের গোলে সেলেসাওদের স্তব্ধ করে ঐতিহাসিক এক জয় তুলে নেয় ক্যামেরুন।
শুক্রবার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে 'জি' গ্রুপের ম্যাচে লাতিন আমেরিকা অঞ্চলের পরাশক্তি ব্রাজিলকে হারিয়ে দিয়েছে আফ্রিকার দেশ ক্যামেরুণ। বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার প্রথম দেশ হিসেবে ব্রাজিলকে হারিয়েছে ক্যামেরুন। এই হারের পরও গ্রুপ গোল পার্থক্যে গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে গেছে ব্রাজিল। আর জিতেও বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্যামেরুন।
এর আগে কখনোই আফ্রিকান দলের কাছে বিশ্বকাপে হারেনি ব্রাজিল। সেই রেকর্ডই ভঙ্গ করে নক-আউটের আগে ব্রাজিলকে যেন একটা সতর্কবার্তাই দিল আফ্রিকার সিংহ খ্যাত ক্যামেরুন। যোগ করা সময়ের শুরুতে ইতিহাস গড়া গোলটি করেন ক্যামেরুনের অধিনায়ক ভিনসেন্ট আবু বকর। গোল করার পর জার্সি খুলে উদযাপনের জন্য নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
নক-আউট নিশ্চিত হয়ে গিয়েছিল বলেই কিনা একাদশে নয়টি পরিবর্তন আনেন ব্রাজিল কোচ তিতে। তাও ম্যাচে গোল করার মতো অনেক সুযোগ পায় ব্রাজিল। কিন্তু একের পর এক সুযোগ নষ্ট করতেই থাকেন মার্টিনেল্লি, জেসুস, রদ্রিগোরা।
সেরা একাদশ ছাড়া ব্রাজিলকে পেয়ে ক্যামেরুনও যেন একটু বেশি সাহসী ছিল। প্রতি আক্রমণে মাঝেমাঝে চমকে দিচ্ছিল তারাও। কিন্তু ব্রাজিল গোলরক্ষক এডারসনের দুর্দান্ত সেইভে জালের ঠিকানা খুঁজে পায়নি ক্যামেরুন।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের গতিপথ একইরকমভাবে চলতে থাকে। কয়েকটি পরিবর্তন করেন ব্রাজিল কোচ তিতে, তবে বদলি নামা খেলোয়াড়েরাও গোল মিসের মহড়া দিতে থাকেন। ব্রুনো গিমারায়েশ একাই নষ্ট করেন ২-৩ টি সুযোগ।
ব্রাজিলের এমন মিসের পর মিস দেখে মনে হচ্ছিল গোলশূন্য সমতাতেই শেষ হবে ম্যাচ। কিন্তু বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া ক্যামেরুন শেষবারের মতো আক্রমণ করে, আর তাতেই বাজিমাত!
এমবেকেলির ক্রস থেকে দুর্দান্ত হেডে এডারসনকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান আবু বকর। আর তাতেই তৈরি হয় ইতিহাস। ম্যাচের শেষ বাঁশি বাজতেই নিশ্চিত হয় প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপে ক্যামেরুনের ব্রাজিলকে হারানো।
যে কাজ করে দেখাতে পারেনি এর থেকেও শক্তিশালী দল নিয়ে আসা আফ্রিকার অন্য দেশগুলো, সেটিই করে দেখিয়ে দিলেন আবু বকর-রিগোবার্ট সং এবং তাদের ক্যামেরুন দল।
হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। যার ফলে শেষ ১৬ তে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।