রোনালদোর ‘বদলি’ রামোসের হ্যাটট্রিক, বড় জয়ে শেষ আটে পর্তুগাল
সুইজারল্যান্ডকে ৬-১ গোলে গুঁড়িয়ে দিয়ে কাতার বিশ্বকাপে শেষ আট নিশ্চিত করল পর্তুগাল। যেখানে তারা মুখোমুখি হবে স্পেনকে টাইব্রেকারে হারানো মরক্কোর বিপক্ষে।
শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের একাদশে ক্রিশ্চিয়ানো রোনালদোকে না দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ হয়েছিল। তার বদলে শুরুর একাদশে নামা ২১ বছর বয়সী গনসালো রামোসই কিনা করলেন কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক! সুইসদেরকে বিধ্বস্ত করে পর্তুগালও উঠে গেছে শেষ আটে।
কাতার বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচ ছিল পর্তুগাল এবং সুইজারল্যান্ডের মধ্যে। আর সবথেকে একপেশে ম্যাচও হল এটি। সুইজারল্যান্ডকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে পর্তুগাল।
পর্তুগালের শুরুর একাদশে রোনালদোকে রাখেননি ফার্নান্দো সান্তোস। তার বদলি হিসেবে নামানো হয় ২১ বছর বয়সী গনসালো রামোসকে, এর আগে আন্তর্জাতিক ফুটবলে যার অভিজ্ঞতা মাত্র ৩৩ মিনিটের।
সেই রামোসই তুলে নিলেন এক দুর্দান্ত হ্যাটট্রিক, সেইসাথে সুইসরাও উড়ে গেল পর্তুগিজ গোলায়।
ম্যাচ কার্যত প্রথমার্ধেই শেষ করে দিয়েছিল পর্তুগাল, ১৭ মিনিটে ডি-বক্সের ভেতরে কঠিন অ্যাঙ্গেল থেকে রামোসের বাঁ পায়ের দুর্দান্ত গতির শট ঠাই নেই সুইস জালে, সেই যে শুরু পর্তুগালের গোল উৎসবের, সেটি থামে ৯২ মিনিটে রাফায়েল লিয়াওয়ের গোলের মধ্য দিয়ে।
এর মাঝে ৩৩ মিনিটে পেপে, ৫১ মিনিটে রামোসের দ্বিতীয়, ৫৫ মিনিটে গেরেরো, ৬৭ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রামোস। সুইসদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন আকাঞ্জি।
গনসালো রামোসকে দলে রেখে বেশ বড়সড় একটা ঝুঁকি নিয়েছিলেন পর্তুগাল কোচ সান্তোস, যাকে বসিয়ে রামোসকে নেয়া সেই রোনালদোর ঝুলিতে আছে ১১৮ আন্তর্জাতিক গোল। আর রামোস এর আগে খেলেছেন ৩৩ মিনিটের আন্তর্জাতিক ফুটবল। চালটা কাজে না দিলে চাকরিই হয়তো থাকতো না সান্তোসের।
কিন্তু আস্থার প্রতিদান এর থেকে ভালোভাবে দেওয়া সম্ভব নয়, রামোস নিজেও স্মরণীয় করে রাখলেন পর্তুগালের হয়ে তার প্রথম একাদশের প্রথম শুরুটা। পেলের পর তিনিই এখন বিশ্বকাপের নক-আউটে সবথেকে কম বয়সে হ্যাট্রিক করা খেলোয়াড়।
পুরো ম্যাচেই পর্তুগালের আক্রমণের কাছে দিশেহারা হয়েছিল সুইজারল্যান্ড। সামান্য প্রতিরোধও গড়তে পারেনি তারা। পর্তুগালের এই জয় বাকি দলগুলোর জন্য সতর্কবার্তা হিসেবেই পৌঁছাবে।
শেষ আটে স্পেনকে হারিয়ে ইতিহাস গড়া মরক্কোর মুখোমুখি হবে পর্তুগাল। ২০০৬ বিশ্বকাপে শেষবার কোয়ার্টার-ফাইনাল খেলা পর্তুগাল সেবার খেলেছিল সেমিফাইনালও। কাতার বিশ্বকাপেও একই সাফল্য অপেক্ষা করছে কিনা সেটি জানতে চোখ রাখতে হবে রামোস-ব্রুনো ফার্নান্দেজদের দলের উপর।