বুধবারের বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানাল মার্কিন দূতাবাস
বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মার্কিন দূতাবাস।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের শেয়ার করা একটি ফেসবুক পোস্টে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, 'ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার খবরে আমরা উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান জানাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।'
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, 'সহিংসতার এই খবরগুলোর তদন্ত করতে এবং মত প্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।'
এর আগে বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হন।
সংঘর্ষে কয়েক ডজন বিএনপি নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশ সদস্য আহত হন।
এছাড়া সংঘর্ষের জেরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিএনপির প্রায় ৪৮০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, বিরোধী দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশের ওপর কড়াকড়ি আরোপের ঘটনা নিয়ে তার দেশ উদ্বিগ্ন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছিলেন, 'আইনের শাসনের প্রতি সম্মান দেখাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে আমরা সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই।'