বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের সময় পরিবহন ধর্মঘট থাকবে না: মালিক সমিতি
ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের স্নি যান চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক জরুরি বৈঠক শেষে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, 'ঢাকা শহর, শহরতলি এবং আন্তঃজেলা রুটে যান চলাচল স্বাভাবিক থাকবে।'
তবে অতীতে রাজনৈতিক কর্মসূচিতে বিএনপি-জামায়াত নেতারা অগ্নিসংযোগে জড়িত ছিলেন, এ যুক্তি দেখিয়ে বাস চলাচল সীমিত করার দাবি করেছেন বাস মালিকরা।
বাস মালিকরা বলেন, 'সেই আন্দোলনে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং ওই ঘটনার ফলাফল আমাদের এখনও ভোগ করতে হচ্ছে।'
তারা আরও বলেন, এবারে এ ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না হয়, সেজন্য তারা শহরের প্রতিটি বাস টার্মিনাল পাহারা দেবেন।
বাস মালিকদের অভিযোগ, মানুষ এই মুহূর্তে গণপরিবহন ব্যবহার করতে ভয় পাচ্ছে। এ কারণে তারা ১০ ডিসেম্বর বাস চলাচল বন্ধ রাখতে চান।
তবে খন্দকার এনায়েত উল্ল্যাহ বাস মালিকদের এ দাবির বিরোধিতা করে বলেন, যাত্রীর সংখ্যা যেমনই হোক, যানবাহন চালানো উচিত।
তিনি আরও বলেন, 'কেউ যানবাহনে আগুন ধরিয়ে দিলে তাদের পিটিয়ে মেরে ফেলা হবে এবং এর দায় পরিবহন মালিক সমিতি নেবে।'
এছাড়া শনিবার যাতে যানবাহন চলাচল বিঘ্নিত না হয়, সেজন্য নগরীর গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেও তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানান।
সভায় সায়দাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, গুলিস্তান টিবিসি রোড ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের শ্রমিক নেতাসহ ঢাকার সব পরিবহনের প্রায় শতাধিক মালিক-শ্রমিক উপস্থিত ছিলেন।