থমথমে নয়াপল্টন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে পুরো সড়কজুড়ে থমথমে নীরবতা বিরাজ করছে; আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাতে গ্রেপ্তারের খবরের পর শুক্রবার কার্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তাছাড়া পুলিশ ব্যারিকেড অপসারণ না করায় সকাল থেকে যান চলাচলও বেশ কম।
এদিকে দলের দুই শীর্ষ নেতাকে আটকের পর জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের কথা নিশ্চিত করেছেন।
সাত দল নিয়ে গঠিত রাজনৈতিক জোট 'গণতন্ত্র মঞ্চ' তাদের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে। তারাও রাজধানীর তোপখানা রোডে অবস্থিত কার্যালয়ে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন।
উল্লেখ্য, বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে তীব্র সংঘর্ষের জেরে অন্তত পাঁচটি মামলায় শীর্ষ নেতাসহ বিএনপির ৪৪৫ কর্মীকে গ্রেপ্তারের পর জেলে নেওয়া হয়েছে।
এসব মামলায় আরও ২৩ বিএনপি নেতাকর্মীকে রিমান্ডে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মামলাগুলোয় সহিংসতা, পুলিশের ওপর হামলা, ভাংচুর ও অন্যান্য অভিযোগে- বেনামে আরও কয়েক হাজার জনকে আসামি করা হয়েছে।