শনিবার সব বিরোধী দলকে গোলাপবাগে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান বিএনপির
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগে চূড়ান্ত বিভাগীয় সমাবেশে যোগ দিতে সরকারের বিরুদ্ধে একযোগে আন্দোলনে প্রস্তুত সব দলকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'সরকারের বিরুদ্ধে আন্দোলনে আমাদের সঙ্গে থাকা বিএনপির সকল নেতা-কর্মী ও অন্যান্য দলকে শনিবারের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।
'এটা আর দলীয় সমাবেশ নয়, এটা এখন জনগণের সমাবেশ। আমরা বিশ্বাস করি আগামী সমাবেশ জনগণই সফল করবে।'
সমাবেশে বিএনপি সরকার পতনের জন্য ১০ দফা দাবির ঘোষণা দেবে বলেও জানান তিনি।
বিএনপির এই প্রবীণ নেতা বলেন, 'যে দলগুলো আমাদের সঙ্গে আন্দোলন করতে রাজি হয়েছে, যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যুগপৎ সংহতি ঘোষণা করবে এবং নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করবে।'
বিএনপি জানিয়েছে, ঢাকায় তাদের চূড়ান্ত বিভাগীয় সমাবেশ শনিবার সকাল ১১টায় গোলাপবাগ মাঠে শুরু হবে।
দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠকালে খন্দকার মোশাররফ হোসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গ্রেপ্তারের নিন্দা জানান।
তিনি বলেন, 'এই আইনের মাধ্যমে বর্তমান ফ্যাসিবাদী সরকার তার চরিত্রকে চরমভাবে তুলে ধরেছে। আমরা মির্জা ফখরুল, আব্বাস এবং ঢাকায় বিভাগীয় সমাবেশের আগে আটককৃতদের অবিলম্বে মুক্তি দাবি করছি।'