ঢাকায় কাউকে নামতে দেওয়া হবে না, পাহারায় থাকবে আওয়ামী লীগ: তাপস
ঢাকা শহরে কাউকে নামতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
শুক্রবার (৯ ডিসেম্বর) থেকে রাজধানীতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সতর্ক পাহারা শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি। এদিন মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন মেয়র তাপস।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে শেখ ফজলে নূর তাপস বলেন, 'আজ থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে থাকবেন। ২০২৪ সালের নির্বাচনে শেখ হাসিনাকে আবারও বিজয়ী করার পরে আমরা ঘরে ফিরব।'
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, বীরবিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাহজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ আরও অনেকে।